সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

সাবেক অধিনায়ককে শর্ত মেনে খেলতে হবে

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৯ প্রদর্শন করেছেন

তামিম ইকবালের নেতৃত্বে বিপিএলের দশম আসরে প্রথম বারের মতো শিরোপা ঘরে তোলে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। সেই সঙ্গে এবারের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে ছিলেন বরিশালের অধিনায়ক। বিপিএলে দলকে শিরোপা জেতালেও তামিমকে আবারও জাতীয় দলের জার্সি গায়ে ২২ গজে দেখা যাবে কি না—এই বিষয়েও রয়েছে যথেষ্ট ধোঁয়াশা। তবে টাইগার এই সাবেক অধিনায়কে আবারও জাতীয় দলের ফেরাতে হলে বিসিবিকে তার কিছু শর্ত মানতে হবে বলে জানান তিনি। তবে শর্ত মানার বিষয়টা ভালো চোখে দেখছেন না বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিপিএল শেষ করে দম ফেলানোর সময় নেই ক্রিকেটারদের। বিপিএল শেষ হওয়ার ১০ দিনের মাথায় গতকাল থেকে শুরু হলো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল)। টুনামেন্টের প্রথম দিনের গতকাল শের-ই-বাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নেমে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করে গেল আসরের চ্যাম্পিয়ন দল আবাহনী। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবাহনীর হেড কোচ এবং বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। সেখানে শুরুতে ডিপিএলে নিজের দল আবাহনীর প্রথম জয় নিয়ে সুজন বলেন, ‘মাশাল্লাহ, খুব ভালো একটা শুরু। তবে যদিও আমাদের টিমের আট জন খেলোয়াড় এখন জাতীয় দলের হয়ে খেলছে, আমি খুশি। তবে জয়টা এত সহজ ছিল না। ছেলেরা বলছিল বল কিছুটা থেমে থেমে আসছিল কিন্তু আমি দলের ব্যাটিং নিয়ে খুব একটা খুশি না। কারণ ব্যাটাররা সেট হয়েও আউট হয়ে যাচ্ছিল। আমি চাই, ছেলেরা ইনিংস বড় করুক। তবে প্রথম ম্যাচ অনেক দিন পরে পঞ্চাশ ওভারের ম্যাচ খেলেছে। মাত্র বিপিএল খেলে বের হয়েছে, কারণ সেটা টি-টোয়েন্টি ছিল। আমাদের বোলাররা অনেক ভালো বল করেছে।’ এদিকে গেল বছর অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের আগ থেকে জাতীয় দলের বাইরে দেশ-সেরা ওপেনার তামিম ইকবাল। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ চলাকালীন প্রথম ম্যাচ শেষেই অবসরের ঘোষণা দিয়ে বসেন তামিম। যদিও পরে প্রধানমন্ত্রী হস্তক্ষেপে আবার ফেরে ক্রিকেটে। তবে জাতীয় দলে নেই তিনি। খেলেননি ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপও। এর পর থেকে এই ওপেনারকে নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় নানান গুঞ্জন চলছে। যদিও সপ্তাহ খানেক আগে শেষ হওয়া বিপিএলের পর তামিম জানিয়ে ছিলেন জাতীয় দলে ফিরলে অনেক কিছু ঠিক করার পরই ফিরবেন। তবে তার এমন মতামত ভালোভাবে নেয়নি টাইগার গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তামিমের জাতীয় দলে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিষয় নিয়ে আমি কোনো কমেন্টই করতে চাই না। তবে আমি মনে করি—তামিম অবশ্যই আমাদের বাংলাদেশ টিমের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার কাছে মনে হয়, তামিমের ফেরার বিষয়টা বোর্ড সিদ্ধান্ত নিবে কিংবা তামিম যেহেতু বলেছে বোর্ডে সঙ্গে বসবে। পাপন ভাই, সিরাজ ভাই, জালাল ভাই সেই দায়িত্বটা নিয়েছেন। তবে তারা কখন বসবেন, কখন তাদের সময় হয়, এত দিন সময় লাগছে কেন, আমরা সবাই তো বাংলাদেশে থাকি। সেই সময়টা কেন হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে, যত তাড়াতাড়ি বসে বিষয়টা সুরাহা করা যায়, সেটাই ভালো হবে।’ এর আগে বিপিএলের ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাতীয় দলের ফেরার বিষয়ে তামিম বলেন, তাকে জাতীয় দলের ফেরাতে বোর্ডকে তার কিছু শর্ত মানতে হবে। এই বিষয়ে সুজন বলেন, ‘শর্ত দিয়ে ফিরবে, এই বিষয়টা শুনতে কেমন দেখায়। সবার আগে দেশ।’ তিনি আরো বলেন, ‘তামিম এত বছর বাংলাদেশ দলকে সেবা দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, নির্বাচকরা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন তাহলে অবশ্যই তাকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ