অভিনেত্রী নুসরাত ফারিয়ার বাবা মাজহারুল ইসলাম ব্রেইনস্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছে। অভিনেত্রী নিজেই ফেসবুকে এ খবর জানিয়েছেন। রমজানের প্রথম দিনে নুসরাত ফারিয়া শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের প্রথম রমজান খুব কঠিন ছিল। শেষ রাতে আমার বাবা ব্রেইন স্ট্রোক করেছেন। তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে রয়েছেন। প্লিজ, যদি পারেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। সম্প্রতি নুসরাত ফারিয়া তুরস্ক ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেছেন মাত্র কদিন হলো। এরইমধ্যে এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন।