মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

বগুড়ায় বাসের ধাক্কায় দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৩৪ প্রদর্শন করেছেন
বগুড়ায় বাসের ধাক্কায় ভটভটি থেকে ছিটকে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। ঢাকা-রংপুর মহাসড়কে চণ্ডিহারা হাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। নিহতরা হয়েছেন- শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়ার মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাসেম ও মৃত ফয়েজ উদ্দিন প্রামানিকের ছেলে জাইদুল ইসলাম। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আশিক ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি ভটভটিতে গরু নিয়ে ওই দুইভাই মহাস্থানের দিকে যাচ্ছিলেন। ভটভটির সামনে চালকের আসনের দুই পাশে তাঁরা বসেছিলেন। দুপুর ১টার দিকে ওমরাপুরি এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী বাস পেছন থেকে ভটভটিতে ধাক্কা দেয়। এসময় সামনের আসনে থাকা দুইভাই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের কুন্দারহাট থানার সদস্যরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ