জাতীয় পার্টি নেতার মৃত্যুতে সালমা ইসলামের শোক
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি বিরেশ গাব্রিয়াল গমেজের (৬৭) মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৫টায় তার নিজ বাড়ি নবাবগঞ্জ উপজেলার বালিডিউরে তার মৃত্যু হয়। রোববার দুপুরে গোল্লা ধর্মপল্লী সাধু ফ্রান্সিস জেভিয়ার গির্জার কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিরেশ গাব্রিয়াল গমেজের মৃত্যুতে গভীর শোক…