সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

ছাত্রদল কর্মী ফারুক হত্যা: ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫ প্রদর্শন করেছেন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রদল কর্মী মো. ফারুক সরদার (২৬) হত্যা মামলায় ফজল শেখ (৪০) ও ইউসুফ মন্ডল (৩০) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ফজল শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোনাউল্লাহ শেখ ও ইউসুফ একই ইউনিয়নের মোহন মন্ডলের ছেলে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ফজলকে মানিকগঞ্জের হরিরামপুর এবং ইউসুফকে  দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ফারুক সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্ লীচিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী বলে জানিয়েছেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু।

এলাকায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে গত  শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে  ফারুক সরদারকে ডাব কাটার ধারালো সোল দিয়ে এলোপাতাড়ি  কুপিয়ে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। পরে রাত ১১ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে রোববার  ৭ জনের নাম উল্লেখ করে  এবং  অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৪ নং আসামি ফজল শেখ এবং একই দিন বিকালে ইউসুফকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেফতার করেন। মামলার অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ