৪৫০ ফুট উপরে গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর!
ফারাও রাজা খুপুর রাজত্বকালে নির্মিত মিসরের গিজার প্রাচীন গ্রেট পিরামিড। খ্রিস্টপূর্ব ২৫৮০ থেকে ২৫৬৫ সালের মধ্যে এই পিরামিড নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। গিজার তিনটি অসাধারণ পিরামিডের মধ্যে এটিই সবচেয়ে বড়। ইউনেসকোর ঘোষিত বিশ্ব ঐতিহ্য এই গ্রেট পিরামিড। ৪৫০ ফুটের বেশি উচ্চতার ‘দ্য গ্রেট পিরামিড অব গিজার’ উপর ঘোরাফেরা করতে দেখা গেছে…