গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
গজল আঙ্গিকে বাংলা গান নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। প্রজেক্টটির নাম ‘অনুভব’। বাপ্পা জানান, এতে যেমন এ প্রজন্মের মেধাবী শিল্পী টিনা রাসেল গাইবেন তেমনি কিংবদন্তি রুনা লায়লাও গাইবার সম্মতি দিয়েছেন। মাঝে থাকবেন বিভিন্ন প্রজন্মের শিল্পীরা। সঙ্গে বাপ্পা নিজেও থাকছেন। যার মাধ্যমে তুলে ধরবেন গজল ঘরানার একঝাঁক মৌলিক বাংলা গান। এসব তথ্য জানাতে এবং এই প্রজেক্টের প্রথম…