শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া উচিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে। তারা ফ্যাসিবাদ শাসন চালিয়ে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা তা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। আমরা গত ১৫ বছর ধরে বিএনপিসহ অনেক রাজনৈতিক দল আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই ফ্যাসিবাদী সরকার থেকে মুক্তি পাওয়ার জন্য। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক।

মঙ্গলবার বিকালে লালমনিরহাটের বড়বাড়ী শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারসহ ৬টি বিষয়ে কমিটি গঠন করেছেন। সেক্ষেত্রে আমাদের একটু সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলো যেন তারা দ্রুত শেষ করতে পারেন তার জন্য সময় দেওয়া উচিত।

মির্জা ফখরুল বলেন, অনেকেই হয়তো ভাবছেন ৩ মাসে সবকিছুই ঠিক হয়ে যাবে; কিন্তু বিগত সরকারের একটি ধ্বংসযজ্ঞ থেকে দেশকে বের করে নিয়ে আসা এত সোজা তো নয়।

তিনি বলেন, যাতে নতুন করে কোনো বিতর্ক সৃষ্টি না হয়। সে কারণে বিতর্কিত কোনো ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে। জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বিগত আওয়ামী লীগ সরকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রায় ৭০০ মানুষকে গুম করেছে। এরা হাজার হাজার মানুষকে খুন করে ফ্যাসিবাদ ও একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের চেয়ারপারসন এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৬ বছর কারাগারে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণ প্রজন্মের নেতা যার জন্য বাংলাদেশ তাকিয়ে আছে। সেই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামো নির্মাণের জন্য দুই বছর আগে আমরা ৩১ দফা দিয়েছে। সেই ৩১ দফা নিয়ে আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি।

মির্জা ফখরুল বলেন, এই অন্তর্বর্তী সরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারেন এবং মানুষের আশাগুলোকে বাস্তবায়িত করবার একটি ভিত্তি তৈরি করতে পারেন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও  বিএনপি নেতা  আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সালে শুরু হয় শহিদ জিয়া ফুটবল টুর্নামেন্টের। এবারে ষষ্ঠতম প্রতিযোগিতা বসেছে। এতে রংপুর বিভাগের ৮ জেলার পাশাপাশি রংপুর মহানগর ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দলের খেলোয়াড়রা এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ