দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মো. গিয়াস উদ্দিন (৬০) নামে এক ইমাম নিহত হয়েছেন। রোববার দুপুর ১টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের গোলাপগঞ্জ-লাটেরহাট গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. গিয়াস উদ্দিন উপজেলার মোহনপুর ইউনিয়নের চিলকুড়া গ্রামের বাসিন্দা। তিনি চিলকুড়া রশিদ বানিয়া পাড়া মসজিদের ইমাম হিসেবে দায়িত্বরত ছিলেন।
মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম চৌধুরী জানান, মো. গিয়াস উদ্দিন দুপুরে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ানোর জন্য মসজিদের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন। পথে একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করে মোহনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।