সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১২ অপরাহ্ন

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ট্রাক্টরের ধাক্কায় মোটর সাইকেল আরোহী উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। রবিবার সকাল ১১টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) লক্ষ্মণ চন্দ্র বর্মণ।

নিহত মো. আব্দুর রহমান (৪০) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের সাবেক রুমখাঁ আলী পাড়ার আব্দুল গফুরের ছেলে। তিনি টেকনাফ উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেট (ডাটা এন্ট্রি) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে লক্ষ্মণ চন্দ্র বর্মণ বলেন, সকালে উখিয়ার নিজ বাড়ী থেকে আব্দুর রহমান মোটর সাইকেল যোগে টেকনাফ উপজেলা সদরে কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ড্রাইভে টেকনাফের জাহাজপুরা এলাকায় পৌঁছলে জমিতে চাষের কাজে ব্যবহৃত ট্রাক্টর সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি মোটর সাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা আব্দুর রহমানকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপ-পরিদর্শক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মৃতদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান লক্ষ্মণ চন্দ্র বর্মণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ