নওগাঁর শহরের সুলতানপুর মহল্লায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) এই ঘটনা ঘটে।
নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, দ্বন্দ্বের জেরে মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই নজরুলকে হত্যার হুমকি দিতেন। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিতভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমি এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।