মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

রাজধানীতে সড়ক আটকে গাড়ি ভাঙচুর অটোচালকদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সড়ক আটকে দিয়ে গাড়ি ভাঙচুর করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

রোববার দুপুর ১২টায় মোহাম্মদপুর তিন রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সকাল ৯টায় শুরু হওয়া আন্দোলন দীর্ঘ ৬ ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ছেড়ে দিতে দেখা যায় আন্দোলনরত অটোরিকশা চালকদের। সড়ক অবরোধকালে বাস, পিকআপ ও সিএনজিসহ অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেছে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা থেকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড় সড়কের চারপাশ আটকে দিয়ে আন্দোলন শুরু করে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এ সময় পুরো এলাকার আশপাশে সব যান চলাচল বন্ধ হয়ে যায়।যারা আন্দোলনরত অটোরিকশা চালকদের বাধা উপেক্ষা করে যেতে চেয়েছে, তাদের মারধরসহ গাড়ি ভাঙচুর করা হয়েছে।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থীর বাবা ফজলুল রহমান বলেন, সকালে আমার মেয়েকে নিয়ে তার স্কুলে দিয়ে এসেছি। এখন স্কুল ছুটির পর ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের আন্দোলনে বাধার মুখে পড়েছি। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বসিলা পর্যন্ত হেঁটে যাওয়া ছাড়া উপায় নেই। সব গাড়ি আটকা পড়ে বন্ধ হয়ে আছে। তারা কোনোভাবেই গাড়ি ছাড়ছে না।

আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ইসমাত জাহান বলেন, আমাকে বেড়িবাঁধ হয়ে প্রতিদিন ক্যাম্পাসে ক্লাশ করতে যেতে হয়। আজকে এখানে এসে বাধার মুখে পড়ে হেঁটে যেতে হচ্ছে। ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা রাস্তার চারপাশ থেকে আটকে দিয়ে আন্দোলন করছে। কোনো গাড়ি তাদের বাধা উপেক্ষা করে যেতে চাইলে তাদের আটকে মারধরসহ গাড়ি ভাঙচুর করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, আমরা আন্দোলনরত চালকদের সঙ্গে কথা বলে তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। তারা বেলা আড়াইটায় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ