মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৩৪ প্রদর্শন করেছেন

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৫ নভেম্বর) টেকনাফ সমুদ্রসৈকতের তুলাতলী পয়েন্টে মঞ্জুরুল ইসলামের (১২) মরদেহ এবং ভোর ৫টার দিকে মো. বাবুলের (১০) মরদেহ লম্বরী পয়েন্ট থেকে স্বজনরা উদ্ধার করে।

এর আগে গতকাল সমুদ্র সৈকতে গোসলে নেমে নুর কামাল (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। একই ঘটনায় আরও দুই শিশু নিখোঁজ হয়েছিল।

মৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন। তিনি বলেন, টেকনাফ সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে পৃথক জায়গা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ