প্রচলিত আবাসন এবং শ্রম আইনভঙ্গের অভিযোগে গত ৫ দিনে ৫৬৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। সোমবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
অবৈধ অভিবাসন ঠেকাতে চলতি নভেম্বরের শুরু থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে কুয়েতের সরকারি সংস্থা। সেই অভিযানের অংশ হিসেবেই এই অভিবাসীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে সোমবারের বিবৃতিতে।
যে ৫২৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে, তারা কোন দেশের নাগরিক— তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন্স। সংক্ষিপ্ত সেই বিবৃতিতে শুধু বলা হয়েছে, “আইনের শাসন সমুন্নত রাখা ও জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখাই এ অভিযানের একমাত্র উদ্দেশ্যে।”