শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

৫ দিনে ৫৬০ জনেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠাল কুয়েত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

প্রচলিত আবাসন এবং শ্রম আইনভঙ্গের অভিযোগে গত ৫ দিনে ৫৬৮ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। সোমবার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, নিজ নিজ দেশে ফেরত পাঠানো এই ৫৬৮ জন অভিবাসীদের মধ্যে ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে।

অবৈধ অভিবাসন ঠেকাতে চলতি নভেম্বরের শুরু থেকে দেশজুড়ে অভিযান চালাচ্ছে কুয়েতের সরকারি সংস্থা। সেই অভিযানের অংশ হিসেবেই এই অভিবাসীদের গ্রেপ্তার ও ফেরত পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে সোমবারের বিবৃতিতে।

প্রসঙ্গত বিশ্বের যেসব দেশে জ্বালানি তেলের বড় মজুত রয়েছে, কুয়েত সেসবের মধ্যে অন্যতম। মাত্র ১৭ হাজার ৮১৪ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে হাজার হাজার অভিবাসী বসবাস করেন। এই অভিবাসীদের বড় অংশই বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া অঞ্চলের।

যে ৫২৮ জন অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে, তারা কোন দেশের নাগরিক— তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেনি জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন্স। সংক্ষিপ্ত সেই বিবৃতিতে শুধু বলা হয়েছে, “আইনের শাসন সমুন্নত রাখা ও জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখাই এ অভিযানের একমাত্র উদ্দেশ্যে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ