মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিবাসন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এবার বিদেশিদের স্বর্গরাজ্য খ্যাত কুয়ালালামপুরের আম্পাংয়ের পান্দান মেওয়াহ এলাকার ১২টি ব্লকে অভিযান চালিয়েছে অভিবাসন বিভাগ। এ অভিযানে ১৪ বাংলাদেশিসহ ১১৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনাস কামারুদ্দিন বলেন, গত এক সপ্তাহ ধরে ওই এলাকায় বিদেশিদের ভিড় নিয়ে জনসাধারণ ও গোয়েন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৪০০ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৮৯ জন মিয়ানমারের নাগরিক, ১৪ জন বাংলাদেশি, ৮ জন নেপালি, চারজন করে ইন্দোনেশিয়ান ও ভারতীয় নাগরিক রয়েছে।