মেসি ফিরছেন বার্সায়, দেখা হবে ফন গালের সঙ্গেও
মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে-ভক্তরা কেন লিওনেল মেসি নিজেও কি কখনো ভাবতে পেরেছিলেন প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়তে হবে তাকে? ২০২১ সালে সেই যে বার্সা ছাড়লেন মেসি তারপর আর ফেরেননি। মাঝে গুঞ্জন ছিল পিএসজি অধ্যায়ের ইতি টেনে চেনা প্রাঙ্গণ বার্সায় ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। তবে এবার মেসি ফিরছেন।…