রাষ্ট্রপতি ইস্যুতে পুরনো ঘূর্ণাবর্ত আর নয়
গত রোববার ২০শে অক্টোবর হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো ‘রাষ্ট্রপতি ইস্যু’ এসে দেশের রাজনৈতিক বাতাস গরম করে দিলো। বলা যায়, নানা ঘটনার ঘনঘটার সময়ে এই লেখা যখন লিখছি তখন রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিন বহাল আছেন; লেখা যখন পাঠকরা পড়বেন তখন থাকবেন কি-না জানা নেই। সাপ্তাহিত রাজনৈতিক ম্যাগাজিন জনতার চোখে মোজাম্মেল হোসেন প্রকাশিত বিশেষ রচনায় বিষয়টি উঠে আসে।…