জাহিদ হাসানের নতুন সিদ্ধান্ত গ্রহন
নাটকে এখন নিয়মিত নন জাহিদ হাসান। গল্পও খুব একটা পছন্দসই নয়, তাই এমন সিদ্ধান্ত। খুব বেছে বেছে হঠাৎ হঠাৎ তাঁর অভিনয়ের খবরটা আসে। তবে এখন টেলিভিশন নাটকের চেয়ে ওটিটিতে বেশি আগ্রহ এই অভিনয়শিল্পীর। কারণ হিসেবে জানালেন, বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে, মানের ক্ষেত্রেও খুব একটা আপস…