বাংলাদেশ সফরের আগেই বড় ধাক্কায় অস্ট্রেলিয়া
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামীকাল বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার মেয়েদের। তবে সফরে আসার আগেই সফর থেকে ছিটকে গেছেন পেসার ডারিস ব্রাউন। শুধু বাংলাদেশ সফর নয়, বাঁ পায়ের হাড়ের সমস্যার কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে ব্রাউনকে। স্ক্যানে এই পেসারের বাঁ পায়ের নাভিকিউলার হাড়ে স্ট্রেস ধরা পড়েছে। একই ধরনের চোটে দুই ধাপে লম্বা…