ফাইনালের আগেই ক্লাব হকির উত্তাপ
ফাইনালের আগেই হকির মাঠে উত্তাপ ক্লাব হকি । আজ বিকাল ৪টায় মেরিনার-ঊষা ক্রীড়া চক্র এবং সন্ধ্যা ৬টায় মোহামেডান-আবাহনী মুখোমুখি হবে। এক দিন বিরতি পেয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে সেমিফাইনালের চার দল। আবাহনী তাদের গ্রুপের শেষ ম্যাচে ঊষাকে ৬-২ গোলে হারিয়েছে। আর মোহামেডানকে ১-৫ গোলে হারিয়েছে মেরিনার ইয়াংস। মোহামেডানের জন্য কঠিনই হবে আজকের লড়াই। কারণ আবাহনী যতটা ভালো…