মঞ্চে গিটার বাজাতে বাজাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পিকলু
গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা। রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট পকলু। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পিকলুর মৃত্যু হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বন্ধু সিফাত আলতামুস। তিনি ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম। তিনি জানান, রামপুরায়…