একটাতে তৃপ্তি নেই, একাধিক চাই: নাগা
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধূলিপালা সাতপাকে বাঁধা পড়লেন গতকাল বুধবার। শুরু হলো তাদের নতুন জীবনের পথচলা। সোনালি সাজে একসঙ্গে থাকার অঙ্গীকার করলেন এ নবদম্পতি। কিন্তু বিয়ের আগেই অভিনেতা জানিয়েছিলেন বিয়ের পরের পরিকল্পনার কথা। সন্তান নিয়ে কী ভাবছেন জানালেন সেই কথা। নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার বিয়ে নিয়ে দেশে সাড়া পড়ে গিয়েছিল। দুই…