এশিয়া কাপের সেরা ৫ তারকা

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপের ১৭তম আসরের পর্দা নামে। টুর্নামেন্টের শুরু থেকে অপরাজিত থেকেই শিরোপা নিয়ে বাড়ি ফেরে টিম ইন্ডিয়া।

গ্রুপপর্ব, সুপার ফোর এবং গতকাল ফাইনালে তিনবারের দেখায় পাকিস্তানকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে ভারত।

গতকাল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপে রেকর্ড ৯ বার শিরোপা জিতে নেয় ভারত। পাকিস্তান টুর্নামেন্টে ষষ্ঠবার ফাইনালে খেলে চতুর্থবারের মতো হেরে যায়।

এশিয়া কাপের সদ্য শেষ হওয়া আসরে বেশ কয়েকজন তারকা ব্যাটসম্যান দাপট দেখিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় তরুণ ওপেনার অভিশেক শর্মা। পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে খেলে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি।

সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচের দুইজন ভারতের। সুপার ফোরে টানা তিন ফিফটির পাশাপাশি গ্রুপপর্বের ম্যাচগুলোতেও ধারাবাহিক ছিলেন অভিষেক। ২০০ স্ট্রাইক রেটে ৩২ চার ও ১৯টি ছক্কায় ৩১৪ রান করেছেন তিনি। এই তরুণ খেলোয়াড় হয়েছেন টুর্নামেন্ট সেরা।

অভিষেকের সবচেয়ে কাছাকাছি যেতে পেরেছেন শ্রীলংকার পাথুম নিশাঙ্কা। শ্রীলংকা ফাইনালে না ওঠায় অভিষেককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাননি লঙ্কান ওপেনার। সুপার ফোর পর্যন্ত খেলা ৬ ম্যাচে ১৬০.১২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন নিশাঙ্কা। আসরের একমাত্র সেঞ্চুরিটি এসেছে তার ব্যাট থেকে। এর পাশাপাশি ২টি ফিফটিও করেছেন তিনি।

টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক পাকিস্তানরে শাহিবজাদা ফারহান। ফাইনাল ম্যাচে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেওয়ার মঞ্চ সাজিয়েছিলেন এই ব্যাটার। মাত্র ৩৭ বলে খেলেছিলেন ৫৮ রানের ইনিংস। এর আগে সুপার ফোরের ম্যাচেও ভারতের বিপক্ষে ফিফটি করেন তিনি। সব মিলিয়ে ৭ ইনিংসে পাকিস্তানি ওপেনারের করেছেন ২১৭ রান, স্ট্রাইক রেট ১১৬.০৪।

ফারহানের পর আছেন ভারতের তিলক ভার্মা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে ৫৩ বলে ৬৯ রানের ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জিতেছেন তিনি। টুর্নামেন্টে ৭১ গড়ে ২১৩ রান করেন এই ব্যাটার। সেরা পাঁচের সর্বশেষ নামটি পাকিস্তানের ওপেনার ফখর জামানের। ৭ ম্যাচ খেলে ১৮১ রান করেছেন এই ব্যাটসম্যান।

একনজরে এশিয়া কাপে সেরা পাঁচ তারকা ব্যাটসম্যান-

অভিষেক শর্মা – ৩১৪ রান (৭ ইনিংস)

পাথুম নিসাঙ্কা – ২৬১ রান (৬ ইনিংস)

সাহিবজাদা ফারহান – ২১৭ রান (৭ ইনিংস)

তিলক ভার্মা – ২১৩ রান (৬ ইনিংস)

ফখর জামান – ১৮১ রান (৭ ইনিংস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *