চাকরি দেওয়ার নামে প্রতারণার হাট বসানো যুব মহিলা লীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেফতার করেছে পুলিশ।
দৈনিক যুগান্তরে গত বছরের ২৭ নভেম্বর প্রকাশিত ‘চাকরি দেওয়ার নামে অসংখ্য যুবকের কোটি কোটি টাকা লোপাট স্বামী-স্ত্রীর’ শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে তাকে গ্রেফতার করে পুলিশের সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম, স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি ইউনিট।
বুধবার রাজধানীর আফতাবনগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে লাজলী আক্তার লাবণ্য চৌধুরীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লাবণ্য চৌধুরী মৃত শুকুর চৌধুরী ও রহিমা বিবির মেয়ে। তার স্বামী ফরিদ উদ্দিন ‘চৌধুরী এন্টারপ্রাইজ’-এর মালিক। তাদের বাসা রাজধানীর মিরপুরের কল্যাণপুর এলাকায়।
সিটিটিসি সূত্রে জানা গেছে, লাবণ্য আক্তারের বিরুদ্ধে সিরাজগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক প্রতারণা মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে।
কর্মকর্তারা জানান, লাবণ্য নিজেকে যুব মহিলা লীগ নেত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার নামে প্রতারণা চালিয়ে আসছিলেন। অসংখ্য বেকার যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। যুবলীগের কয়েকজন নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তিনি নিজেকে পদবিহীন নেত্রী হিসেবে পরিচয় দিতেন।
উল্লেখ্য, লাবণ্য ও তার স্বামী ফরিদ উদ্দিনের প্রতারণার কাহিনি নিয়ে ২০২৪ সালের ২৭ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে কোটি টাকার প্রতারণার চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।