সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ নভেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা বা ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আল আরাফাহ্ ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এএমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ার দর ৩ দমমিক ০৩ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস, এনআরবি ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, এনসিসি ব্যাংক, বিএসআরএম লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।