কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও র্যাবের সাঁড়াশি অভিযানঃ বিপুল ইয়াবার গন্তব্য রোধ, হাতে-নাতে পাচারকারী আটক
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। এই অঙ্গীকারের অংশ হিসেবে, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং র্যাব ১৫ এর যৌথ টহল দল এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ একজন পাচারকারীকে গ্রেফতার করেছে।
আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ মায়ানমার হতে গভীর সাগর দিয়ে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে। প্রযুক্তির চোখে গভীর সাগরে সন্দেহজনক ভাবে গতিবিধি পর্যবেক্ষন করলে বিজিবি এবং র্যাবের যৌথ টহলদল যথাক্রমে কচ্ছপিয়া, দরগাছড়া এবং মিঠাপানিছড়া নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে নৌযানটি সৈকতের কাছাকাছি কচ্ছপিয়া ঘাটে অবস্থান করলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্থান্তরের কার্যক্রম চলমান রাখে। এসময়, বিজিবি এবং র্যাবের যৌথ অভিযানিক দল অপরাধীদের ঘিরে ফেল্লে ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয় এবং দুই জন মাদক পাচারকারী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির মাদক পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য পাচারের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। সে আরো জানায় মায়ানমারে অবস্থানরত মাদক সরবরাহকারীদের কাছ থেকে বিভিন্ন সময় মাদকদ্রব্য সংগ্রহ করে বাংলাদেশে পাচার করতো। অভিযানে আটক আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ স্থানীয় থানায় সোপর্দ ও মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ
হোসেন আহমেম্দ (৩৫), পিতা-নূর আহমেম্দ, গ্রাম-উত্তর লম্বরি, পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
অজ্ঞাত আসামী-০২ জন।
জব্দকৃত আলামতঃ
ইয়াবা ট্যাবলেট – ১,০০,০০০ পিস।
মোবাইল ফোন – ০১টি।
ধারাবাহিকভাবে মাদক চোরাচালান দমনে পরিচালিত অভিযান নিয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান “আজকে বিজিবি ও র্যাব এর যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত।
দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোন আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২ বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।