অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু!

মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল দিন কয়েক আগে। তবে এবার গুঞ্জনকে সত্যি করে ‘সত্যিই’ চলে গেছেন বলিউডের হি-ম্যান খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র দেওল, এমন দাবি করছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার।

তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। শ্বাসকষ্টজনিত জটিলতার কারণে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হি-ম্যান। তিনি কি সত্যিই মারা গেছেন কিনা, তা এখনও নিশ্চিত করেনি তার পরিবারের কেউ।

কিন্তু সোমবার বেলা বাড়তেই আসে দুঃসংবাদ। এই ঘটনায় শোকে কাতর হয়ে পড়েছে বলিউড পাড়া। ভারতের একাধিক গণমাধ্যমের দাবি, সকাল থেকে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার আগে ভিলে পার্লে শ্মশানে পৌঁছে যান তার স্ত্রী হেমা মালিনী। এসময় সঙ্গে ছিলেন মেয়ে এষা দেওল, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনসহ আরও অনেকে ৷ সকালে অভিনেতার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সও দেখা গিয়েছিল। এরপরই ছড়ায় গুজব।

তবে গুজবটিকে সত্য দাবি করছে ভারতের একাধিক শীর্ষস্থানীয় মিডিয়া। যদিও এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেওল পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *