‘টাকার বিনিময়ে বিয়েতে নাচানাচি’ নিয়ে রণবীরের বক্তব্য ভাইরাল

ভারতের উদয়পুরে বিশিষ্ট শিল্পপতি রমা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অভিনেতা রণবীর সিং থেকে শুরু করে শাহিদ কাপুরসহ বলিপাড়ার একঝাঁক তারকার মেলা বসে। তবে এই তারকাখচিত সন্ধ্যায় দেখা মেলেনি কাপুর পরিবারের লেডিকিলারখ্যাত অভিনেতা রণবীর কাপুরের।

এ আলোচনার মধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়েছিলেন— টাকার বিনিময়ে তিনি কখনো কারও বিয়েতে নাচবেন না।

যদিও অর্থের বিনিময়ে তারকাদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা বলিউডে নতুন কিছু নয়। তবে সর্বশেষ ওই বিয়েতে অভিনেত্রী নোরা ফাতেহি ও রণবীর সিংদের নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।

এর আগে ২০১১ সালে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করে রণবীর কাপুর বলেছিলেন— টাকার জন্য আমি কোনো বিয়েবাড়িতে নাচব না। এর অন্যতম কারণ হচ্ছে— আমার পারিবারিক মর্যাদা।

তিনি বলেন, আমি কোন পরিবারের সন্তান, সেটি আমি সবসময় মনে রাখি। তবে যারা বিয়েতে পারফর্ম করেন, আমি তাদের বিরোধী নই। আমি যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, তাতে এটি আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।

রণবীর আরও বলেন, টাকা উপার্জন আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়। আমি কোটি কোটি টাকা আয় করার চেয়ে একজন ভালো অভিনেতা হিসেবেই পরিচিত হতে চাই। আমার আবেগ ও লক্ষ্য একেবারেই ভিন্ন। আমি চাই না এমন কোনো বিয়েতে নাচতে, যেখানে মানুষ মদের গ্লাস হাতে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছে। এতে আমার মর্যাদা ক্ষুণ্ন হয় বলে আমি মনে করি।

‘অ্যানিমেল’খ্যাত অভিনেতা বলেন, আমি চাই না আমার পরিবারের কেউ অর্থের বিনিময়ে এমনটি করুক। এটি একান্তই আমার ব্যক্তিগত পছন্দ। আমি আমার স্টারডম হারাতে চাই না। আবার এটিও কাউকে ভাবতে দেব না যে, আমি ধরাছোঁয়ার বাইরের কোনো তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *