মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টেকনাফ সদর ইউপির মৌলভীপাড়া অভিযান চালিয়ে আট হাজার ইয়াবা উদ্ধার পলাতক ১
শহীদুল ইসলাম শাহেদ টেকনাফ প্রতিনিধি: ২৪ নভেম্বর সন্ধ্যা ৭ দিকে কক্সবাজার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ সদর ইউপি ০৮নং ওয়ার্ড মৌলভী পাড়া গ্রামস্থ পলাতক আসামী ছফুরা খাতুন (৪৪) এর উত্তর ভিটির দক্ষিণ দূয়ারী ০২ (দুই) কক্ষ বিশিষ্ট বসতঘরের দক্ষিণ পার্শ্বের কক্ষ। নাম-ছফুরা খাতুন (৪৪) (পলাতক), স্বামী- মৃত নুর হোসেন, পিতা- সোলতান আহমদ, মাতা নুর নাহার বেগম…