ডিসেম্বরে আসছে পাকিস্তান

আগামী মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আসন্ন এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই দলের মাঠের লড়াই শুরু হবে ৩ ডিসেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। এরপর ৪ ডিসেম্বর একদিন বিরতি নিয়ে ৫ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর।

৮ ডিসেম্বর বিশ্রাম নিয়ে ৯ ডিসেম্বর পাকিস্তান দল অনুশীলনে ফিরবে। সিরিজের চতুর্থ ম্যাচ মাঠে গড়াবে ১০ ডিসেম্বর এবং পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ হবে ১২ ডিসেম্বর।

সিরিজের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে। প্রতিটি ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement (Demo – Google AdSense will appear here after approval)