বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে কিছু দিন আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে এবার সত্যি সত্যি সেই গুঞ্জন আর রইল না, হলো না শেষ রক্ষা। সোমবার (২৪ নভেম্বর) সকালে প্রয়াত হন এ বর্ষীয়ান অভিনেতা। তার মৃত্যুর পর থেকেই তাকে নিয়ে স্যোশাল মিডিয়াজুড়েও নানা পোস্ট করেছেন তারকারা। তবে এবার শাহরুখ খানের কোনো পোস্ট চোখে পড়েনি। বরং বলি বাদশাহ শাহরুখকে অভিনেতার শেষকৃত্যের জন্য শ্মশানে যেতে দেখা গেছে। আসলে ‘কিং’ সবসময়ই তার কর্তব্য পালনে অবিচল। তবে এবার সামাজিক মাধ্যমে আবেগঘন একটি পোস্ট করলেন বাদশাহ।
ধর্মেন্দ্রর সঙ্গে নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে শাহরুখ খান লিখেছেন—শান্তিতে ঘুমান ধরমজি। আপনি আমার কাছে বাবার মতো ছিলেন…। আপনি যেভাবে আমাকে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ।
তিনি বলেন, শুধু আপনার পরিবারের জন্য নয়, বরং সারা বিশ্বের সিনেমা ও সিনেমাপ্রেমীদের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি। আপনি অমর… এবং আপনার আত্মা আপনার চলচ্চিত্র এবং আপনার সুন্দর পরিবারের মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে। আপনাকে সবসময় ভালোবাসব।
কেবল শাহরুখ খানই নন, অভিনেতা ফারহান আখতারও এদিন অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে লিখেছেন—সমগ্র চলচ্চিত্র জগতের জন্য এক বিরাট ক্ষতি। যারা সিনেমা তৈরি করেন এবং যারা দেখেন সবার জন্য। ধরমজি চিরকাল অপূরণীয় থাকবেন।
ফারহান আখতার বলেন, ছয় দশক ধরে বিনোদন দিয়ে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা ভাগ্যবান যে আপনার উষ্ণতা, আপনার দয়া, আপনার উদারতা, আপনার আকর্ষণ, আপনার তীব্রতা এবং আপনার বুদ্ধিমত্তা, পর্দার ভেতরে ও বাইরে অনুভব করতে পেরেছি। দেওল পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।