মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালিমা লেপন’

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাইযোদ্ধা শহীদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভ কে বা কারা ‘কালি দিয়ে বিকৃত’ করেছে। স্থানীয়দের দাবি, সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে শহীদ মীর মুগ্ধের একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করা রয়েছে।

৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে সেই স্থানেই মীর মুগ্ধের ছবি প্রতিস্থাপন করা হয়।

একাধিক স্থানীয় ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দুই দিন আগে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে চিনাইরে বিরোধ সৃষ্টি হয়েছিল। এ নিয়ে উত্তেজনাও বিরাজ করছিল। সেই বিরোধের জেরেই কেউ উদ্দেশ্যমূলকভাবে এ ঘটনার মাধ্যমে অন্যদের ফাঁসানোর চেষ্টা করতে পারে বলে তারা মনে করেন।

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এ ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement (Demo – Google AdSense will appear here after approval)