‘বগালেক’ রহস্যে ঘেরা দেশের সবচেয়ে উঁচু স্বচ্ছ পানির হ্রদ
বগালেক বা বগাকাইন লেক হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু স্বচ্ছ পানির একটি প্রাকৃতিক হ্রদ। একে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়ে থাকে। কেওকারাডং পর্বতের গা ঘেঁষে এই লেকের অবস্থান। এই লেকের ইতিহাস নিয়ে বেশ কিছু লোককথা এবং বৈজ্ঞানিক ধারণা প্রচলিত আছে। বগালেক বা বগাকাইন লেক বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত। এর প্রধান বৈশিষ্ট্য…