দাঁড়িতে নিয়মিত রঙ করাতে হয়, কোহলি তাতেই বুঝছেন সময় হয়ে গেছে
টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির হঠাৎ বিদায় নিয়ে গত তিন মাস ধরে নানা গুঞ্জন চলছিল। কেউ বলছিলেন, ভেতরের রাজনীতিই এর কারণ। আবার কারও মতে, ফর্মে না থাকায় নিজেই সরে দাঁড়িয়েছেন। তবে এবার সব জল্পনার অবসান ঘটালেন কোহলি নিজেই। এক অনুষ্ঠানে এসে হেসে বললেন, ‘দুদিন আগে দাড়িতে রঙ দিয়েছি। যখন দেখবেন চার দিন পর পর দাড়িতে…