যে এক শর্তে অভিনয়ে ফিরতে চান ববিতা
দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই দেশের প্রখ্যাত অভিনেত্রী ববিতা। অভিনয়কে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি। বলেছেন, মনের মতো চরিত্র ও গল্প পেলে তিনি অভিনয় করবেন। সর্বশেষ তাকে নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’ নামে একটি সিনেমায় দেখা গেছে। তাও সেটা ১০ বছর আগে। এরপর থেকে ঢাকা ও কানাডা মিলেই সময় কাটে তার। বছরের কয়েকমাস কানাডায় থাকেন তিনি। সেখানে তার…