ঐশ্বরিয়ার গান যাতে ছবিতে না রাখা হয়, সেই চেষ্টা করেছিলেন অমিতাভ
ঘটনা ২০০৫ সালের। সিনেমা ‘বান্টি অউর বাবলি’ বক্স অফিসে সাড়া ফেলেছিল। এ সিনেমায় বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চন ও রানী মুখার্জির রসায়ন সেই সময়ে অন্যতম চর্চার বিষয় ছিল। পর্দার বাইরেও তাদের রসায়ন ঘিরে নানা জল্পনা পাখা মেলেছিল। আবার সেই সিনেমাতেই অতিথি শিল্পী ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। ‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান ‘কাজরা রে’ বাবা…