মেসিকে সর্বকালের সেরা মানছেন ইয়ামাল
লিওনেল মেসির কাছে একবার জানতে চাওয়া হয়েছিল, ‘ফুটবলে এ প্রজন্মের সেরা কে?’ রাগঢাক না রেখেই আর্জেন্টাইন সুপারস্টার বলেছেন, লামিনে ইয়ামালের নাম। স্প্যানিশ এই সেনশেসনকে ইতোমধ্যে মেসির সঙ্গে তুলনা করা হয়। বিয়ষটি ভালো লাগে ইয়ামালের। তবে এমনটি মানতে রাজি নন। বার্সেলোনার তরুণ তুর্কি মনে করেন, মেসি সর্বকালের সেরা। তার সঙ্গে বা কারও সঙ্গে তুলনা করার ইচ্ছে…