মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে জরিমানা
সিএনজি অটোরিকশার ভাড়ানৈরাজ্য চলছে পুরো রাজধানী জুড়ে। যাত্রীর মিটার অনুযায়ী চলাচল করবে, এটাই নিয়ম। কিন্তু রাজধানীতে যাত্রীদের রীতিমতো জিম্মি করে রেখেছেন সিএনজি অটোরিকশা চালকরা। তাদের গন্তব্য পছন্দ না হলে যাত্রী তুলছেন না। যাত্রী তুললেও সেটা মিটারে নির্ধারিত ভাড়ায় নয়, চুক্তিতে বেশি টাকায়। এবার গ্যাস বা পেট্রোল চালিত অটোরিকশার চালক মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে…