এবার নতুন প্রতিজ্ঞা মমতার
নব্বই দশকের বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি দীর্ঘদিন বিনোদন জগত থেকে দূরে ছিলেন। হঠাৎ তিনি হারিয়ে যান পর্দা থেকে। এমনকি দেশের বাইরেই ছিলেন অভিনেত্রী। প্রবাস জীবন শেষে দেশে ফিরে সম্প্রতি তিনি মহাকুম্ভে গিয়ে সন্ন্যাসী গ্রহণ করেন। কিন্তু মহাকুম্ভে কিন্নর আখড়া বলিউডের একসময়ের সেনসেশনাল হিরোইন মমতা কুলাকর্নিকে মহামণ্ডলেশ্বর উপাধি প্রদান করেছিল। যদিও এর মেয়াদ ছিল মাত্র সাত…