‘অন্যরকম’ বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ নাহিদ রানার
এবারের বিপিএলটা অন্যরকমই কাটল নাহিদ রানার। আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার পর প্রথমবারের মতো ফিরেছেন সেই টুর্নামেন্টে, যা দিয়ে তিনি শুনিয়েছিলেন নিজের আগমনী বার্তা। সে বিপিএলটা নেহায়েত মন্দ কাটেনি তার। এবার তার চ্যালেঞ্জ অন্য জায়গায়। প্রথমবারের মতো খেলতে চলেছেন কোনো আইসিসি ইভেন্টে। সেখানে কী করতে চান, তাই বিপিএল যাত্রা শেষে জানালেন সংবাদ মাধ্যমকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাহিদ…