আত্মসমপর্ণের পর জেনারেল নিয়াজীর শেষ পরিণতি কী হয়েছিল?
লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী (একে নিয়াজী) ছিলেন শেষ যুদ্ধ বন্দি; যাকে ১৯৭৫ সালের এপ্রিলে লাহোরের ওয়াগাহ পোস্টে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছিল ভারতীয় সেনাবাহিনী। ওয়াগাহ পোস্টে ভারতীয় কর্তৃপক্ষ যখন তাকে শেষ যুদ্ধ বন্দি হিসাবে পাকিস্তানের কাছে হস্তান্তর করে, তখন সেখানে উপস্থিত ছিলেন জেনারেল নিয়াজীর ভাতিজা শের আফগান খান নিয়াজী। এ ঘটনার সময় শের…