টেকনাফের সাবরাং ইউপির ৪নং ওয়ার্ড মগপাড়া ৫’টি মেছো বাঘের শাবক উদ্ধার
টেকনাফে উপজেলার সাবরাং ইউপির ৪নং ওয়ার্ড মগপাড়া গ্রাম হতে ৫’টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়। এ সময় বাঘগুলো একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা ভির করেন। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে মগপাড়া গ্রামের নজির মেম্বারের বসত বাড়ি হতে ৫’টি মেছো বাঘের শাবক বসে থাকতে দেখতে পায়। পরে বাড়ির মালিক বন কর্মী (উপকূলীয় বন বিভাগ)…