ড্রেসিংরুমের ‘ভিলেন’ ধরেছেন গম্ভীর, বোর্ডকে জানিয়েছেন নাম
একে তো ব্যর্থ দল, তারউপর এই সমস্যা, ওই সমস্যা। বেশ কিছুদিন যাবৎ ভারতের ড্রেসিংরুমের পরিস্থিতিও ভালো না। জুনিয়র খেলোয়াড়ের সঙ্গে লেগে যাচ্ছে কোচ গৌতম গম্ভীরের। কথা শোনাতে ছাড়ছেন না অভিজ্ঞ রোহিত কিংবা কোহলিকে। কড়া হেডমাস্টারের এমন আচরণে চেঞ্জিংরুমের পরিবেশে ধরেছে ফাঁটল। আবার এসব কথা হয়ে যাচ্ছে পাঁচকান। তাতেই চটেছিলেন কোচ গম্ভীর। তদ্ন্ত করে খুঁজেও পেয়েছেন…