ভারতকে বাঁচানো নীতিশের নাম অনার বোর্ডে
দল তখন ধুঁকছিল। অস্ট্রেলিয়ার পেসারদের বিপক্ষে মোটাদাগে ব্যর্থ হয়েছিল ভারতের টপ অর্ডার। রোহিত শর্মা-বিরাট কোহলিরা যখন উইকেট ছুঁড়ে মাথা নিচু করে ফিরছিলেন, তখনই মেলবোর্নে বুক চিতিয়ে লড়েছেন নীতিশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে ফলো অনে পড়তে যাওয়া ভারতকে রক্ষা করেছিলেন তিনি। হাঁকিয়ে ছিলেন দাপুটে এক সেঞ্চুরি। নীতিশের ব্যাটে মান রক্ষা হলেও জয় আসেনি ভারতের। তবে তরুণ…