মিস মেক্সিকো ফাতিমাকে অপমান, প্রকাশ্যে ক্ষমা চাইলেন পরিচালক
মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল নিজের ভুল বুঝতে পেরে মঞ্চেই জনসম্মুখে ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি একটি লাইভস্ট্রিমে প্রতিযোগীদের ভয় দেখাচ্ছেন এবং মিস মেক্সিকোকে অপমান করছেন। পরিচালকের এমন ব্যবহারে কয়েকজন প্রতিনিধি সেই মুহূর্তেই অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। পুরো বিষয়টির ক্লিপ ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার…