খাবার নিয়ে অভিযোগের কয়েক ঘণ্টা পর ম্যাচেই মারা গেলেন কোচ
সার্বিয়ান শীর্ষ লিগের ফুটবল ক্লাব রাডনিস্কি ১৯২৩-এর কোচ ম্লাদেন জিজোভিচ হঠাৎ ম্যাচ চলা কালে মৃত্যুবরণ করেছেন। সোমবার ম্লাদোস্ত লুচানির বিপক্ষে ম্যাচ চলাকালীনই তিনি হঠাৎ পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৪৪ বছর বয়সী এই কোচ ম্যাচের ২২তম মিনিটে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।…