মীনা কুমারী চরিত্রে দেখা যাবে কিয়ারা আদভানিকে
অনেক দিন ধরেই বলিউড পাড়ায় আলোচনা চলছে মীনা কুমারীর বায়োপিক নির্মাণ নিয়ে। কে হবেন বড়পর্দার এ ট্র্যাজেডি কুইন? যদিও এর মধ্যেই কয়েকজন অভিনেত্রীর নাম শোনা গেছে। কখনো অভিনেত্রী কৃতি শ্যানন, কখনো কিয়ারা আদভানি, আবার কখনো তৃপ্তি দিমরির নাম। অবশেষে চূড়ান্ত হলো কে হবেন মীনা কুমারী। সম্প্রতি সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত ‘কামাল অউর…