১৫ বছরে ৪০০ কসমেটিক সার্জারি করেছেন এই নারী
গত ১৫ বছরে প্রায় ৪০০টি কসমেটিক সার্জারি করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী। এতে তার খরচ হয়েছে প্রায় ৩০ কোটি কোরিয়ান উন (২ লাখ ১০ হাজার মার্কিন ডলার)। ‘ইটস ওকে টু নট বি ওকে’ নামের এক জনপ্রিয় টকশোতে গিল লি ওন নামের ওই নারী জানান, ২০১০ সালে প্রথমবার তিনি সার্জারি করান যখন ওজন বেড়ে যাওয়ার কারণে…