সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

কিশোরীকে অপহরণ করে পালানোর সময় আটক পাঁচ জন

বিউটি আক্তার (বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৯ প্রদর্শন করেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নে শীমলাবো চৌরাস্তা এলাকায় এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২রা মার্চ শনিবার রাত আনুমানিক ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার লম্বাদরদী গ্রামের মিজান মিয়ার ছেলে ফয়সাল মিয়া, আনোয়ার হোসেনের ছেলে রিয়াজ, হাসান মিয়ার ছেলে রিফাত, সুমন মিয়ার ছেলে সিয়াম ও আনোয়ার হোসেনের ছেলে জাহিদ। উদ্ধারকৃত কিশোরি ফারিয়া ইসলাম (১৩) নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার, বিবি জোরা মিনার বাড়ি এলাকার রফিকুল ইসলামের মেয়ে। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আসাদ বলেন, গতকাল শনিবার রাত আনুমানিক ১ টার দিকে সিমরাবো চৌরাস্তা এলাকায় অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েসহ ৫ জন যুবককে একটি সিএনজিতে দেখতে পেয়ে পুলিশের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞেসাবাদ বিষয়টি সন্দেহ হলে ৫ যুবকসহ মেয়েটিকে আটক করে ফাঁড়িতে নিয়ে এসে রবিবার সকালে নারায়ণগঞ্জ বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিশোরী ফারিয়ার বাবা রফিকুল ইসলাম বলেন, বন্দর থানায় আমি একটি অভিযোগ করেছি, এখনো মামলা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ