বাংলাদেশ মেরিন একাডেমির ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে প্রতিষ্ঠানটির উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান এবং বাংলাদেশ মেরিন একাডেমির পক্ষ থেকে একাডেমির প্রধান শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রায়হান সমঝোতা স্মারকে সই করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম ও বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর কমান্ড্যান্ট ক্যাপ্টেন এস এম আতিকুর রহমান বিএনসহ অন্য প্রশিক্ষক ও কর্মকর্তারা।